বিয়ে করলে বেতনসহ ১০ দিনের ছুটি দিচ্ছে দুবাই

Dubai offers 10 days of paid leave for marriage

দুবাই সরকারের অধীন আমিরাতি নাগরিকদের জন্য বিয়ে উপলক্ষে বিশেষ ছুটির ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। ১৬ জুলাই জারি করা নতুন অধ্যাদেশ (নং ৩১, ২০২৫) অনুসারে, বিয়ে করলে তারা পাবেন ১০ কর্মদিবসের পূর্ণ বেতনসহ ছুটি।

এই সুবিধা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য হবে, যারা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং প্রবেশন বা পরীক্ষাকাল সফলভাবে সম্পন্ন করেছেন। শর্ত হিসেবে বলা হয়েছে, স্বামী-স্ত্রী উভয়কেই হতে হবে আমিরাতি নাগরিক এবং বিয়ের রেজিস্ট্রেশন হতে হবে ৩১ ডিসেম্বর ২০২৪-এর পর। আবেদনকালে বৈবাহিক চুক্তির একটি সত্যায়িত কপি জমা দিতে হবে।

বিয়ের তারিখ থেকে এক বছরের মধ্যে এই ছুটি একবারে বা খণ্ড খণ্ডভাবে নেওয়া যাবে। যদি কর্মী ছুটির সময় জাতীয় বা সামরিক দায়িত্ব পালনের কারণে ছুটি ব্যবহার করতে না পারেন, তবে তিনি পরবর্তীতে তা গ্রহণ করতে পারবেন। এমনকি বদলি হলেও অব্যবহৃত ছুটির অধিকার বহাল থাকবে।

এই ছুটি দুবাই সরকারের আওতাধীন সব আমিরাতি কর্মী, ফ্রি জোন কর্তৃপক্ষ, যেমন: দুবাই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টার, বিশেষ উন্নয়ন অঞ্চলের কর্মী, বিচার বিভাগের সদস্য এবং সামরিক বাহিনীর সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অধ্যাদেশটি কার্যকর হবে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এবং সরকারি গেজেটে প্রকাশিত হবে।

এই উদ্যোগকে আমিরাতি নাগরিকদের জন্য একটি সামাজিক সহায়তা হিসেবে দেখা হচ্ছে, যা নতুন দাম্পত্য জীবনের সূচনায় মানসিক ও আর্থিক স্বস্তি এনে দেবে বলে মনে করছে প্রশাসন। প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রয়োগ নিশ্চিত করবে দুবাই নির্বাহী পরিষদ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize