ওমানে আইন অমান্য করায় ৬ মাসের জেল, ৫০০০ রিয়াল জরিমানা

6 months in prison, 5,000 riyals fine for violating omani law

কর ফাঁকির অভিযোগে এক ব্যক্তিকে অনুপস্থিতিতে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ওমানের একটি আদালত। একইসঙ্গে অভিযুক্তকে ২,০০০ ওমানি রিয়াল জরিমানা এবং কর কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ হিসেবে আরও ৩,০০০ রিয়াল প্রদান করতে বলা হয়েছে। সবমিলিয়ে অভিযুক্তের বিরুদ্ধে আরোপিত আর্থিক জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ৫,০০০ রিয়াল।

কর কর্তৃপক্ষের আইনি বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মুনা বিনত হামদান আল কালবানিয়া জানান, কর ফাঁকি প্রতিরোধ শাখা যখন অভিযুক্তের বিরুদ্ধে বিপুল আর্থিক লেনদেনের তথ্য পায়, তখন থেকেই এ মামলার সূত্রপাত ঘটে।

তদন্তের পর জানা যায়, অভিযুক্ত ব্যক্তি এসব লেনদেন কর সংক্রান্ত বিবরণীতে প্রকাশ করেননি। কর ফাঁকি রোধে গঠিত বিচারিক দলের অনুসন্ধানে আরও উঠে আসে, সংশ্লিষ্ট কোম্পানিটি নির্ধারিত সময় অনুযায়ী কর বিবরণী ও আর্থিক প্রতিবেদন দাখিলেও ব্যর্থ হয়েছে।

এই কার্যকলাপ ওমানের আয়কর আইনের ১৪০ নম্বর ধারার সুস্পষ্ট লঙ্ঘন বলে আদালত রায় দিয়েছেন। কর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের কর ফাঁকি রোধে তাদের নজরদারি আরও জোরদার করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize