ওমানে নতুন আইন ভাঙার অপরাধের চারজন গ্রেফতার

Oman police

ধোফার গভর্নরেটের সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং গাড়ি প্রদর্শনের মাধ্যমে জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা তৈরির অভিযোগে চার ওমানি নাগরিককে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)।

পুলিশ জানিয়েছে, এসব ব্যক্তি জনসাধারণের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলে রাস্তায় বেপরোয়া ড্রাইভিং ও শোভা প্রদর্শনের মতো কার্যকলাপে লিপ্ত ছিলেন। তাদের এমন কর্মকাণ্ডে সড়কে চলাচলরত অন্যান্য চালকদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছিল।

এ ঘটনায় ধোফার গভর্নরেট পুলিশ কমান্ড অভিযুক্তদের আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা রক্ষা এবং সড়ক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

রয়্যাল ওমান পুলিশ সকলকে আইন মেনে সড়কে চলাচলের আহ্বান জানিয়েছে এবং এ ধরনের অনভিপ্রেত আচরণ থেকে বিরত থাকার অনুরোধ করেছে।

জননিরাপত্তা ও ট্রাফিক বিধিনিষেধ লঙ্ঘনের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার এমন তৎপরতা ওমানজুড়ে প্রশংসিত হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize