ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস সম্প্রতি এক সতর্কবার্তায় স্পষ্টভাবে জানিয়েছে, শুধু ভিসা পাওয়াই যুক্তরাষ্ট্রে থাকার নিশ্চয়তা নয়। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স-এ (পূর্ব টুইটার) দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, ভিসা ইস্যুর পরেও আবেদনকারীদের ওপর মার্কিন কর্তৃপক্ষের পর্যবেক্ষণ অব্যাহত থাকে।
পোস্টে আরও উল্লেখ করা হয়, “ভিসা মঞ্জুরির পরেও আমরা আবেদনকারীদের কার্যক্রম নিয়মিতভাবে পর্যবেক্ষণ করি। কেউ যদি যুক্তরাষ্ট্রের আইন বা অভিবাসন নীতিমালা লঙ্ঘন করেন, তবে তার ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হতে পারে।” এই বার্তাটি মূলত ভারতীয় শিক্ষার্থী ও পেশাজীবীদের উদ্দেশে, যারা যুক্তরাষ্ট্রে যেতে প্রস্তুতি নিচ্ছেন কিংবা ইতোমধ্যে সেখানে অবস্থান করছেন।
এই সতর্কবার্তা মনে করিয়ে দেয়, মার্কিন ভিসা অনুমোদন কোনো স্থায়ী অধিকার নয়। বরং এটি যুক্তরাষ্ট্রে অবস্থানের জন্য একটি সাময়িক অনুমতি মাত্র, যা দেশটির অভিবাসন, শিক্ষা এবং কর্মসংস্থান–সংক্রান্ত নিয়মকানুন যথাযথভাবে মানার শর্তে কার্যকর থাকে।
আরও পড়ুন
এমন এক সময়ে এই বার্তাটি এসেছে, যখন মার্কিন কর্তৃপক্ষ ভিসা জালিয়াতি, অনুমোদিত সময়ের অতিরিক্ত অবস্থান এবং ছাত্র ও কর্ম ভিসার অপব্যবহার নিয়ে উদ্বিগ্ন। এসব কারণে আন্তর্জাতিক ভ্রমণকারীদের ওপর নজরদারি আরও জোরদার করা হয়েছে।
যদিও পোস্টে কোনো নির্দিষ্ট নিয়ম লঙ্ঘনের কথা বলা হয়নি, অতীতে মার্কিন কর্মকর্তারা বারবার উল্লেখ করেছেন—আবেদনপত্রে মিথ্যা তথ্য প্রদান, অননুমোদিতভাবে কাজ করা কিংবা শিক্ষাগত নিয়ম ভাঙার মতো অপরাধের জন্য ভিসা বাতিল, গ্রেপ্তার বা দেশ থেকে বহিষ্কার পর্যন্ত হতে পারে। তাই ভিসাধারীদের প্রতি দূতাবাসের পরামর্শ—যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সব নিয়ম-কানুন মেনে চলা অত্যন্ত জরুরি।