ভারত: বেঙ্গালুরুর একটি বেসরকারি কলেজের তিন শিক্ষক তাদেরই এক ছাত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এনডিটিভির মঙ্গলবারের (১৫ জুলাই) প্রতিবেদন অনুসারে, অভিযুক্তরা ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষকদের মধ্যে নরেন্দ্র পদার্থবিজ্ঞানের শিক্ষক, সন্দ্বীপ জীববিজ্ঞানের শিক্ষক এবং অনুপ অন্য একটি বিষয়ের শিক্ষক। তারা সবাই একই কলেজে পড়ান যেখানে ভুক্তভোগী ছাত্রী অধ্যয়ন করেন। এই শিক্ষকদের বিরুদ্ধে ধর্ষণের পর ব্ল্যাকমেইল করার মতো গুরুতর অভিযোগ উঠেছে।
মামলার বিবরণ অনুযায়ী, শিক্ষক নরেন্দ্র পড়াশোনার অজুহাতে ওই ছাত্রীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। এরপর তিনি ছাত্রীকে শিক্ষক অনুপের বাড়িতে ডেকে নিয়ে প্রথমে ধর্ষণ করেন এবং ঘটনা কাউকে জানালে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেন। এই ঘটনার কিছুদিন পর সন্দ্বীপ ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করলে ছাত্রী বাধা দেন। তখন সন্দ্বীপ আগের ধর্ষণের ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দিয়ে তাকে অনুপের বাড়িতেই ধর্ষণ করেন।
আরও পড়ুন
সবশেষে, শিক্ষক অনুপও এই ঘটনায় জড়িত হন। তিনি ভুক্তভোগী ছাত্রীকে তার বাড়ির সিসিটিভি ফুটেজ প্রকাশের হুমকি দিয়ে যৌন হেনস্তা করেন। এভাবে একের পর এক ভয়াবহ ব্ল্যাকমেইলের শিকার হয়ে ছাত্রীটি মানসিকভাবে ভেঙে পড়েন।
অবশেষে, এই ভয়াবহ ব্ল্যাকমেইলের শিকার হয়ে ছাত্রীটি তার বাবা-মাকে পুরো ঘটনা খুলে বলেন। এরপর তারা কর্ণাটক রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ হন এবং মারাঠাহাল্লি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত তিন শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।