ওমানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমিরাতের ফুজাইরার একজন পুলিশ কর্মকর্তাসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ফুজাইরাহ পুলিশের কর্মকর্তা রাশিদ গরিব আল ইয়ামাহি (২৫), তার স্ত্রী জাওয়াহের মোহাম্মদ আল ইয়ামাহি (২১) এবং তার শাশুড়ি খাজিদা আলি আল ইয়ামাহি (৫১)।
খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নিহত রাশিদ ফুজাইরাহ পুলিশের কারা ও সংশোধনমূলক প্রতিষ্ঠানে ‘ফার্স্ট কর্পোরাল’ পদে কর্মরত ছিলেন। শুক্রবার সকালে ওমানের ধোফার প্রদেশের সুলতান সাঈদ বিন তাইমুর সড়কে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। পরিবারটি গ্রীষ্মকালীন ছুটি কাটাতে সালালাহ-তে যাচ্ছিল, কিন্তু সংযুক্ত আরব আমিরাত ছাড়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যে তারা এই দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনায় তাদের আট মাস বয়সী শিশুকন্যা গুরুতর আহত অবস্থায় ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে আলি আল ইয়ামাহি, তার স্ত্রী শাইখা আল সারিদি এবং তাদের সন্তান দালাল (৪), মোহাম্মদ (৭) ও খাজিদা (১) এবং আলির ভাইবোন সাবিহা (১৫) ও হামাদকে (১৮) ফুজাইরার শেখ খলিফা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন
ওমান পুলিশের মতে, তিনটি গাড়ির মধ্যে এই সংঘর্ষের ঘটনায় মোট পাঁচজন নিহত হয়েছেন, যার মধ্যে তিনজন আমিরাতি এবং দুইজন ওমানি নাগরিক। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে নয়জনই আমিরাতের নাগরিক এবং তাদের পাঁচজন শিশু।