ওমানে সবাইকে সতর্ক থাকার পরামর্শ

Extreme outcry over rain in oman

ওমানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটির একাধিক প্রদেশে তাপমাত্রা বিপজ্জনকভাবে বেড়েছে। বেশ কিছু এলাকায় ৪৫ ডিগ্রির বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের মধ্যে অন্যতম উচ্চমাত্রার তাপপ্রবাহ।

সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশটির মাশান প্রদেশে, যেখানে পারদ উঠেছে ৪৭.৪ ডিগ্রি সেলসিয়াসে। দেশটির আবহাওয়ার ইতিহাসে এটি অন্যতম সর্বোচ্চ রেকর্ড বলে উল্লেখ করা হয়েছে।

চিকিৎসক ও স্বাস্থ্যসেবীরা জনসাধারণকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে পর্যাপ্ত পানি পান এবং রোদে সরাসরি ঘোরাফেরা থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

এ অবস্থায় ওমানসহ আরব উপদ্বীপের বিভিন্ন দেশে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। পরিবহন, নির্মাণসহ শ্রমনির্ভর খাতগুলোতে সময়সূচি পুনর্বিন্যাসের কথাও বিবেচনা করা হচ্ছে তীব্র গরমের কারণে।

আরও দেখুনঃ 

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize