ওমানে দুই বাংলাদেশি দালাল গ্রেপ্তার

Oman

ওমানে অবৈধভাবে বিদেশিদের প্রবেশে সহায়তার অভিযোগে দুইজন বাংলাদেশি দালালকে গ্রেপ্তার করেছে ওমান পুলিশ। রাজধানী মাস্কাটের সিব প্রদেশ থেকে তাদের আটক করা হয়। বিবৃতিতে জানানো হয়, পুলিশের অপরাধ তদন্ত ও অনুসন্ধান বিভাগ তাদের গোয়েন্দা অভিযানে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

তারা নিজেদের গাড়ি ব্যবহার করে একদল ইথিওপিয়া ও সোমালিয়ার নাগরিকদের সীমান্ত পেরিয়ে ওমানের ভেতরে নিয়ে আসে বলে অভিযোগ রয়েছে।

আটক বাংলাদেশিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে এবং তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ওমানে অনুপ্রবেশ ও মানবপাচারের মতো অপরাধের বিরুদ্ধে কর্তৃপক্ষ আগের মতোই কঠোর অবস্থানে রয়েছে।

রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, যে কোনো ধরনের অনুপ্রবেশ রুখতে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize