সেতু ভেঙে একের পর এক গাড়ি পড়ল নদীতে

The bridge collapsed, and one car after another fell into the river.

ভারতের গুজরাট রাজ্যের ভদোদরায় ভয়াবহ সেতু দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। বুধবার (৯ আগস্ট) সকালে গম্ভীরা-মুজপুর সেতুর একটি অংশ হঠাৎ ধসে পড়লে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় একের পর এক যানবাহন নিচে পড়ে যায়, কয়েকটি গাড়ি মাহি নদীতে তলিয়ে যায়।

স্থানীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ধসে পড়া সেতুটি ভদোদরা ও আনন্দ জেলার সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ ছিল। দুর্ঘটনায় দুটি ট্রাক, একটি বোলেরো এসইউভি এবং একটি পিকআপ ভ্যান নদীতে পড়ে যায়। আহত হয়েছেন আরও অন্তত তিনজন। উদ্ধারকাজ চালাচ্ছে দমকল বাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসন। এতে সহায়তা করছেন এলাকাবাসীরাও।

Newindianexpress2025 07 09dtqa0w

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বিকট শব্দে সেতুর একটি অংশ ভেঙে পড়ে। মুহূর্তেই যানবাহনগুলো নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে প্রশাসন এবং সেতু ধসের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বহুবার সতর্ক করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা আরও জানান, এটি শুধু দুর্ঘটনার নয়, আত্মহত্যার স্থান হিসেবেও কুখ্যাত ছিল।

এদিকে কংগ্রেস নেতা অমিত চাভদা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, সেতু ধসে বহু গাড়ি নদীতে পড়েছে, এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রশাসনকে দ্রুত উদ্ধার কাজ চালিয়ে বিকল্প রাস্তা চালুর তাগিদ দেন তিনি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর পুরো অঞ্চলের অন্যান্য সেতুর টেকনিক্যাল পরিদর্শন ও নিরাপত্তা অডিটের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize