প্রবাসীর বাবা ও স্ত্রীকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা

Expatriate's father and wife tied up, strangled to death

বগুড়ার দুপচাচিয়ায় একটি ঘৃণ্য হত্যাকাণ্ডে শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—৭০ বছর বয়সী আফতাব হোসেন এবং তার প্রবাসী ছেলে শাজাহানের স্ত্রী ২৮ বছর বয়সী মোছা. রিভা বেগম। শাজাহান বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। রিভা তার দুই সন্তান—এক ছেলে নীরব ও মেয়ে মালিহাকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। আফতাব হোসেনের ছোট ছেলে থাকেন ঢাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খাওয়ার পর আলাদা ঘরে ঘুমিয়ে পড়েন আফতাব ও রিভা। ভোরে রিভার মেয়ে মালিহা ঘুম থেকে উঠে মাকে পাশে হাত বাঁধা ও গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে প্রতিবেশীরা ছুটে এসে একইভাবে শ্বশুর আফতাব হোসেনের মরদেহ ঘরের বাইরে পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে, রিভার ঘরের আসবাবপত্র ছিল এলোমেলো, যা ডাকাতির আশঙ্কার ইঙ্গিত দেয়।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান জানান, ঘটনাটি অত্যন্ত নৃশংস ও পরিকল্পিত। হত্যার কারণ হিসেবে পূর্ব শত্রুতা, পারিবারিক বিরোধ কিংবা ডাকাতির সম্ভাবনা সবকিছু মাথায় রেখে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize