যে দেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়াই ১৯৩ দেশে ভ্রমণ করা যায়

Passports from countries that allow visa free travel to 193 countries

২০২৫ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্সে প্রকাশিত হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের তালিকা। ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণের বিচারে এবারও শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর, যার নাগরিকরা বিশ্বের ১৯৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ পান।

দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়ার দুই প্রযুক্তিনির্ভর দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া। এই দুটি দেশের নাগরিকরা ১৯০টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। রাজনৈতিক স্থিতিশীলতা ও কূটনৈতিক সক্রিয়তা এই সাফল্যের পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তৃতীয় স্থানে রয়েছে আটটি ইউরোপীয় দেশ—ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও স্পেন। এই দেশগুলোর পাসপোর্টধারীরা ১৮৯টি দেশে ভিসামুক্ত সুবিধা ভোগ করেন, যা ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ফসল।

অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন ১৮৮টি দেশে প্রবেশাধিকার নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। পঞ্চম অবস্থানে রয়েছে গ্রিস, নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ড, যাদের নাগরিকরা ১৮৭টি দেশে ভিসা ছাড়াই যেতে পারেন।

তালিকার শেষ দিকে রয়েছে যুক্তরাষ্ট্র, আইসল্যান্ড ও লিথুয়ানিয়া। এই তিন দেশের পাসপোর্টধারীরা ১৮২টি দেশে ভ্রমণের অনুমতি পান। বিশেষজ্ঞদের মতে, একটি দেশের পাসপোর্টের শক্তি নির্ভর করে তার বৈশ্বিক কূটনীতি, রাজনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize