মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক ৩৬ বাংলাদেশির মধ্যে কয়েকজনকে দেশে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর কর্তৃপক্ষ। ফেরত আসা অন্তত তিনজনকে ঢাকায় নিরাপত্তা সংস্থার হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাদের প্রত্যাবাসনের কারণ হিসেবে মূলত ভিসার মেয়াদোত্তীর্ণ থাকার বিষয়টি উল্লেখ করেছে দেশটি।
সোমবার (৭ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, “তাদের ফেরত পাঠানোর কারণ মূলত ওভারস্টে করা। তারা নির্ধারিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান করেছেন।”
তিনি আরও বলেন, “আটকদের মধ্যে একটি ক্ষুদ্র অংশ হয়তো উগ্রপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে। তবে আমরা মালয়েশিয়া সরকারের কাছে বিস্তারিত তথ্য চেয়েছি এবং জানিয়ে দিয়েছি, যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।”
আরও পড়ুন
এই প্রসঙ্গে আরও জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি চলতি সপ্তাহে আসিয়ান রিজিওনাল ফোরামের বৈঠকে অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছেন। এই সফরে ওই ইস্যু আলোচনায় আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “এই বিষয়টি ওই আলোচনার এজেন্ডায় নেই। তবে প্রয়োজন হলে কথা বলার চেষ্টা করব।”
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মালয়েশিয়ায় আটক অন্যান্য বাংলাদেশিদের বিষয়েও আনুষ্ঠানিকভাবে তথ্য চাওয়া হয়েছে। কূটনৈতিক সূত্র বলছে, ঢাকার নজর এখন ফেরত আসাদের পেছনের কার্যকলাপ এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত তথ্য-প্রমাণে।