ওমান প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর

Big good news for bangladeshis living in oman

ওমানে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। যারা নিয়োগকর্তার অধীনে ‘ব্লকড ওয়ার্ক ভিসা’র আওতায় ছিলেন, তাদের জন্য ভিসা নবায়ন ও নিয়োগকর্তা পরিবর্তনের সুযোগ সহজ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়াদোত্তীর্ণ চাকরির ভিসা নবায়ন ও নতুন নিয়োগকর্তার অধীনে স্থানান্তরের ক্ষেত্রে এখন আর কোনো ধরনের আর্থিক জরিমানা (মাসিক বা অন্যান্য) আরোপ করা হবে না। এমনকি পূর্ববর্তী নিয়োগকর্তার অনুমতিরও আর প্রয়োজন নেই। এটি প্রবাসীদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল।

নতুন নিয়োগকর্তা ওমানের শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা সনদ সেন্টারের মাধ্যমে অনলাইনে আবেদন করলেই স্বয়ংক্রিয়ভাবে ভিসা পরিবর্তনের অনুমোদন পাওয়া যাবে। অনুমতিপত্র হাতে পেয়ে কর্মী ও নতুন নিয়োগকর্তা একসঙ্গে লেবার কোর্টে গিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন।

এছাড়া দূতাবাস থেকে যাদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) মেয়াদোত্তীর্ণ হয়েছে, তারা প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ তিন বছর পর্যন্ত পাসপোর্ট নবায়ন করাতে পারবেন। তবে নবায়নের মেয়াদ কোনোভাবেই এক বছরের বেশি হবে না। উল্লেখ্য, এই বিশেষ সুযোগটি আগামী ৩১ জুলাই পর্যন্ত চালু থাকবে।

দূতাবাস আরও জানায়, ই-পাসপোর্ট এনরোলমেন্টসহ সব ধরনের কনস্যুলার সেবায় অ্যাপয়েন্টমেন্টধারী প্রবাসীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভিসা মেয়াদোত্তীর্ণদের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। প্রবাসীদের স্বার্থে এই সুবিধাগুলোর সুফল পেতে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize