যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে ছাত্র-জনতার সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে পৌর শহরের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকা রফিকুল ইসলামকে হঠাৎ এলাকায় দেখা গেলে ক্ষুব্ধ ছাত্র-জনতা ভবানীপুরের একটি বাড়ি ঘেরাও করে। পরিস্থিতি বেগতিক দেখে পালানোর চেষ্টা করেন রফিকুল। একপর্যায়ে তিনি দৌঁড়ে পাশের একটি ডোবায় ঝাঁপ দেন। সেখান থেকেও তাকে ধাওয়া করে ধরে ফেলেন স্থানীয়রা। পরে পুলিশ এসে তাকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলাসহ নাশকতা ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। তিনি আরও জানান, রফিকুল ইসলাম আওয়ামী লীগ সরকারের সময়ে কেশবপুর এলাকায় ‘জামাল বাহিনী’ নামে একটি চিহ্নিত সন্ত্রাসী বাহিনী পরিচালনা করতেন।
আরও পড়ুন
ওসি আরও বলেন, তাকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হচ্ছে।
স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম রাজনৈতিক ছত্রছায়ায় এক সময় এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরেছে বলে মন্তব্য করেন অনেকে।