সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও কোরবানির গোশত লুট

Robbery at saudi expatriate's home, gold and sacrificial meat looted

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ি থেকে প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার, ১৫টি বিদেশি কম্বল এবং ফ্রিজে সংরক্ষিত কোরবানির ২০ কেজি গরুর মাংস নিয়ে গেছে। মঙ্গলবার (১ জুলাই) গভীর রাতে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে।

ঘারুয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল মান্নান শেখ জানান, প্রবাসী বালাম শেখের বাড়িতে রাতে সংঘটিত ডাকাতিতে মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে। তিনি বলেন, শীত ও বর্ষাকালে চুরি ও ডাকাতির প্রবণতা কিছুটা বেশি দেখা যায়।

ডাকাতির বিষয়ে প্রবাসী বালাম শেখের স্ত্রী শিখা বেগম জানান, তাদের মেয়ের অপারেশনের কারণে তিনি ও তার পরিবার ফরিদপুরে অবস্থান করছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরের কেচিগেট ও প্রতিটি কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা দুটি সোনার চেইন, দুটি ব্রেসলেট, দুটি নাকের দুলসহ মোট ৪ ভরি স্বর্ণালঙ্কার, ১৫টি কম্বল এবং ফ্রিজে রাখা কোরবানির ২০ কেজি মাংস লুট করে।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তার স্বামীর সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মতে, রাতের বেলায় টহল জোরদার না হওয়ায় চুরি-ডাকাতির ঘটনা বাড়ছে। এলাকাবাসী দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize