নিয়ন্ত্রণ হারিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট হঠাৎ ৯০০ ফুট নিচে

Air india flight loses control, suddenly drops 900 feet

আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই, মাত্র দুই দিনের ব্যবধানে ফের আরেকটি বড় ধরণের বিপদের মুখে পড়ে এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইট। ১৪ জুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিয়েনার উদ্দেশ্যে উড্ডয়ন করা বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করেই প্রায় ৯০০ ফুট নিচে নেমে আসে।

ঘটনার পরপরই দুই পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এই ঘটনা নিশ্চিত করা হয়েছে এবং প্রাথমিক রিপোর্ট ডিজিসিএ-কে (ভারতের বিমান নিয়ন্ত্রণ সংস্থা) জানানো হয়েছে। বিমানের ব্ল্যাক বক্সের তথ্য পর্যালোচনা করে বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে।

যদিও মাঝআকাশে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলেও ফ্লাইটটি শেষ পর্যন্ত নিরাপদেই ৯ ঘণ্টা ৮ মিনিটের যাত্রা শেষে ভিয়েনায় অবতরণ করতে সক্ষম হয়। তবে কর্তৃপক্ষ বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছে।

এর ঠিক দুই দিন আগে, ১২ জুন, আহমেদাবাদ থেকে উড্ডয়ন করা লন্ডনগামী একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। এতে ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জন নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন স্থানীয় বাসিন্দারও মৃত্যু হয়। ইতোমধ্যে ওই বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে এবং তদন্ত চলছে। রিপোর্ট প্রকাশ হতে পারে আগামী ১১ জুলাইয়ের মধ্যে।

এই ধারাবাহিক দুর্ঘটনার প্রেক্ষিতে ভারতের সংসদীয় স্থায়ী কমিটি বিমান চলাচলের নিরাপত্তা ইস্যুতে বৈঠক আহ্বান করেছে। আগামী ২৩ জুন অনুষ্ঠিতব্য এই বৈঠকে সাম্প্রতিক দুর্ঘটনাগুলোর কারণ, নিরাপত্তা ঘাটতি ও জনবলের সংকট নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize