ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে ধাক্কা দিয়েছে একটি লাগেজ খাঁচা ট্রলি। এতে উড়োজাহাজটির বাইরের অংশে সামান্য ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। ঘটনার সময় বিমানে কোনো যাত্রী না থাকায় বিপদ এড়ানো গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার সন্ধ্যায় ব্যাংকক থেকে ঢাকায় পৌঁছায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৯ ফ্লাইটটি। নির্ধারিত পার্কিং বেতে থামার পর যাত্রীরা নেমে যান এবং লাগেজ পরিবহনের জন্য ট্রলি আনা হয়।
এ সময় পার্কিংয়ের কাছেই অভ্যন্তরীণ রুটে উড্ডয়নের প্রস্তুতিতে থাকা একটি ড্যাশ ৮ উড়োজাহাজের পাখার সৃষ্ট প্রবল বাতাসে একটি লাগেজ ট্রলি সরে গিয়ে পার্কিংয়ে থাকা বোয়িং ৭৩৭ উড়োজাহাজটির গায়ে ধাক্কা দেয়। দুর্ঘটনায় উড়োজাহাজটির হালকা ক্ষতি হয়।
আরও পড়ুন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, ট্রলিটি চলমান অবস্থায় ছিল না, বরং ড্যাশ ৮ উড়োজাহাজের পাখার বাতাসে সেটি অনিয়ন্ত্রিতভাবে সরে যায় এবং ধাক্কা লাগে বোয়িং উড়োজাহাজটির গায়ে।
তিনি বলেন, ঘটনাস্থলে বিমানের কোনো যাত্রী না থাকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে ইঞ্জিনিয়ারদের একটি দল ক্ষতিগ্রস্ত অংশ পরীক্ষা করে দেখছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।