জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে থেকে নয়টি দেশের প্রায় ৪৭ হাজার নাগরিক নির্বাচন কমিশনের (ইসি) কাছে ভোটার হওয়ার আবেদন করেছেন। সম্প্রতি ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে এসব তথ্য উঠে এসেছে।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, নয়টি দেশে প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে। এসব দেশ থেকে এ পর্যন্ত ৪৬ হাজার ৯৮২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় ২০ হাজার ২৬৬ জনের আবেদন তদন্ত শেষে অনুমোদন দেওয়া হয়েছে, ২২ হাজার ৫৭৫টি আবেদন এখনো তদন্তাধীন এবং ৪৯৫টি আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ূন কবীর জানিয়েছেন, আগামী ১৫ জুলাই থেকে জাপানে প্রবাসী ভোটার কার্যক্রম শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রেও একই কার্যক্রম চালু করা সম্ভব হবে।
আরও পড়ুন
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রবাসীদের তথ্য সংগ্রহে বাংলাদেশ দূতাবাসগুলোর মাধ্যমে ২৫ হাজার ৫৫০ জনের আঙুলের ছাপ ও ছবি নেওয়া হয়েছে। এ পর্যন্ত সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে, যার সংখ্যা ১৯ হাজার ৫৬২টি। অন্যদিকে সবচেয়ে কম আবেদন এসেছে অস্ট্রেলিয়া থেকে—মাত্র ১৫৩টি। এ ছাড়া যাচাই-বাছাই শেষে ৩ হাজার ৬৪৬টি আবেদন বাতিল করা হয়েছে।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা—এই নয়টি দেশের ১৬টি স্টেশনে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন। এসব দেশ থেকে আসা আবেদনগুলোর মধ্যে ইতোমধ্যেই ২০ হাজারের বেশি বাংলাদেশিকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।