যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরানে ‘তীব্র হামলা’র নির্দেশ ইসরায়েলের

Israeli defense minister orders 'heavy strike' on tehran

যুদ্ধবিরতির শর্ত ভাঙার অভিযোগ তুলে ইরানের রাজধানী তেহরানের সরকারি স্থাপনাগুলোতে ‘তীব্র হামলা’ চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি সেনাবাহিনীকে কঠোর জবাব দিতে আহ্বান জানান, বিশেষ করে যুদ্ধবিরতির পর ইরানের দিক থেকে আবারও হামলার অভিযোগ ওঠার পরপরই এ নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ জুন) আশ্রয়কেন্দ্র থেকে ইসরায়েলিদের নিরাপদে বাইরে যাওয়ার অনুমতি দেওয়ার পরপরই প্রতিরক্ষামন্ত্রী এ নির্দেশনা দেন। তিনি অভিযোগ করেন, ইরান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তবে ইরানের পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করা হয়নি।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী এর আগেই বলেছিলেন, “ইসরায়েল যদি আগ্রাসন বন্ধ রাখে, তাহলে আমরাও পাল্টা হামলা করবো না।” অর্থাৎ, ইরান যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিলেও তা নির্ভর করছে ইসরায়েলের আচরণের ওপর।

এই অবস্থায় আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছে বলে ধারণা করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। যুদ্ধবিরতি কতটুকু টেকসই হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize