চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এক প্রবাসী, মোহাম্মদ ইউসুফ, সৌদি আরবে দীর্ঘ কর্মজীবন শেষে দেশে ফিরে দেখেছেন তার পরিবার ও সহায়-সম্পদ কিছুই আর অবশিষ্ট নেই। তার স্ত্রী পাঁচ সন্তানসহ নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বাড়ির আসবাবপত্র নিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে গেছেন।
বুধবার (২১ মে) দেশে ফিরে এমন অবস্থার মুখোমুখি হয়ে হতবিহ্বল ইউসুফ স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ইউসুফ জানান, তিনি প্রায় দুই যুগ ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন এবং স্ত্রী-সন্তানদের সুখ-স্বাচ্ছন্দ্য দিতে নিয়মিত উপার্জনের অর্থ পাঠাতেন। সংসারে চার কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে তাদের।
স্থানীয় সূত্রের দাবি, ইউসুফের স্ত্রী মোরশেদা সম্প্রতি এক যুবলীগ নেতার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। ঈদের কয়েক দিন পর সন্তানদের নিয়ে বাবার বাড়িতে যান তিনি এবং সেখান থেকে ২ মে হঠাৎ নিখোঁজ হয়ে যান। তারপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
আরও পড়ুন
দেশে ফিরে ইউসুফ তার নতুন নির্মিত পাকা ঘর তালাবদ্ধ অবস্থায় পান। ঘরের ভেতরে ঢুকে দেখেন, টিভি, ফ্রিজসহ অন্যান্য আসবাবপত্রও নেই। প্রিয়জন ও সহায়-সম্পদ হারিয়ে তিনি মানসিকভাবে চরম বিপর্যস্ত বলে জানান।
এ বিষয়ে ইউসুফের শাশুড়ি জানান, মেয়ে কোথায় আছে তারা জানেন না এবং ঘটনার জন্য পরিবারটি লজ্জিত। তিনি আরও দাবি করেন, তার মেয়ে স্বামীকে তালাক দিয়েছেন। ইউসুফের মা রশিদা বেগমও তার নাতি-নাতনিদের ফিরে পেতে সমাজ ও প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেছেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি সাধারণ ডায়েরি হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।