বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ, ২১ হাজার ভিসা আবেদন প্রত্যাখ্যান

Bad news for bangladeshis, 21,000 visa applications rejected

২০২৪ সালে শেনজেনভুক্ত দেশগুলোতে বাংলাদেশিদের করা ভিসা আবেদনের মধ্যে প্রায় ৫৫ শতাংশ আবেদন বাতিল হয়েছে, যা বিশ্বব্যাপী দ্বিতীয় সর্বোচ্চ রিজেকশন হারের দেশ হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করেছে। মঙ্গলবার (২০ মে) প্রকাশিত শেনজেন নিউজের প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, ভিসা প্রত্যাখ্যানে শীর্ষে রয়েছে আফ্রিকার দেশ কমোরোস, যেখানে আবেদন প্রত্যাখ্যানের হার ছিল ৬২.৮ শতাংশ। বাংলাদেশ রয়েছে দ্বিতীয় স্থানে, আর তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান।

শেনজেন ভিসা ইনফোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ থেকে মোট ৩৯ হাজার ৩৪৫টি ভিসা আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ২০ হাজার ৯৫৭টি আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে, যা প্রত্যাখ্যানের হার ৫৪.৯ শতাংশ।

এদিকে প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে একই বছরে ৭৮ হাজার ৩৬২টি আবেদন জমা পড়ে, যার মধ্যে ৩৫ হাজার ১৩৯টি আবেদন বাতিল করা হয়। এতে প্রত্যাখ্যানের হার দাঁড়ায় ৪৭.৫ শতাংশ।

সংস্থাটি আরও জানায়, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বাংলাদেশিদের আবেদন প্রত্যাখ্যানের হার বেড়েছে। ২০২৩ সালে এই হার ছিল ৪২.৮ শতাংশ। গত বছর বাংলাদেশিদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভিসা প্রত্যাখ্যান করেছে সুইডেন, পাকিস্তানিদের ক্ষেত্রে অস্ট্রিয়া এবং কমোরোসের নাগরিকদের ক্ষেত্রে ফ্রান্স।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post