রাস্তায় কুড়িয়ে পাওয়া মেয়ে বড় হয়ে দত্তক মাকে খুন করল

Girl found on the street grows up and kills her adoptive motherjpg

ভারতের ওডিশায় এক কিশোরী তার দত্তক মাকে দুই প্রেমিকের সহায়তায় হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। পুলিশ জানায়, কিশোরী ও তার দুই প্রেমিক রাজলক্ষ্মী করকে (৫৪) হত্যার ষড়যন্ত্র করে।

পুলিশের তথ্য অনুযায়ী, রাজলক্ষ্মী তার মেয়ের প্রেমের সম্পর্কের বিরোধিতা করতেন এবং তার সম্পত্তি দখল করতে চেয়েছিল কিশোরী ও তার দুই প্রেমিক। ঘটনার দিন কিশোরী প্রথমে মায়ের খাবারে ঘুমের ওষুধ মেশায়, পরে অচেতন অবস্থায় বালিশ চাপা দিয়ে হত্যা করে।

প্রথমে রাজলক্ষ্মীর স্বাভাবিক মৃত্যু বলে প্রচার করা হলেও, কিশোরীর ফেলে যাওয়া মোবাইল ফোনে খুনের পরিকল্পনার চ্যাট খুঁজে পান রাজলক্ষ্মীর ভাই। এরপর তিনি থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে।

তদন্তে জানা যায়, প্রায় ১৪ বছর আগে রাজলক্ষ্মী ও তার স্বামী কিশোরীকে রাস্তার পাশ থেকে উদ্ধার করে দত্তক নিয়েছিলেন। স্বামীর মৃত্যুর পর রাজলক্ষ্মী একাই কিশোরীকে বড় করেন। কিশোরী বড় হওয়ার পর তার গণেশ রাঠ ও দীনেশ সাহুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা রাজলক্ষ্মী মেনে নিতে পারেননি।

পুলিশ জানায়, গণেশ রাঠ কিশোরীকে তার মাকে হত্যার জন্য প্ররোচিত করে। হত্যার পর তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চেয়েছিল। হত্যার আগে কিশোরী তার মায়ের কিছু গয়না গণেশ রাঠকে দেয়, যা সে বন্ধক রাখে।

পুলিশ অভিযুক্তদের কাছ থেকে গয়না, মোবাইল ফোন এবং হত্যার কাজে ব্যবহৃত বালিশ উদ্ধার করেছে। বর্তমানে তারা পুলিশি হেফাজতে আছে এবং তদন্ত চলছে। এই ঘটনা পুরো রাজ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize