সুখবর, যে দুই দেশে যেতে এবার বাংলাদেশিদের ভিসা লাগবে না

Good news, bangladeshis will no longer need a visa to visit these two countries

বাংলাদেশ এবং এশিয়ার দ্বীপরাষ্ট্র তিমুর-লেস্তের মধ্যে ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে বাংলাদেশের কূটনৈতিক, অফিসিয়াল ও সার্ভিস পাসপোর্টধারীরা এখন থেকে তিমুর-লেস্তেতে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং আন্তঃদেশীয় সম্পর্ককে আরও ফলপ্রসূ করার লক্ষ্যেই বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সম্পাদন করে থাকে।

এখন পর্যন্ত বাংলাদেশ এশিয়ার ২১টি দেশ, ইউরোপের ৪টি দেশ, আফ্রিকার ১টি দেশ এবং আমেরিকার ৩টি দেশসহ মোট ২৯টি দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করেছে।

তিমুর-লেস্তের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের সরকারি পর্যায়ে যোগাযোগ এবং সহযোগিতা আরও সহজ হবে বলে আশা করা যাচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post