ড. ইউনূসের কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই: প্রেস সচিব

Dr. yunus has no personal property press secretary

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নিজস্ব কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই, এমনকি তার নিজের একটি গাড়িও নেই।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সহ-সভাপতি গাজী আনোয়ার ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ড. ইউনূসের সময় গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ এমপ্লয়মেন্ট এজেন্সি, গ্রামীণ ওয়ালেটসহ বেশ কিছু প্রতিষ্ঠানের অনুমোদন ও বিশেষ সুবিধা পাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, এসব প্রতিষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না এবং এগুলোর কোনোটিতেই ড. ইউনূসের ব্যক্তিগত মালিকানা বা শেয়ার নেই।

তিনি জানান, গ্রামীণ এমপ্লয়মেন্ট এজেন্সি ২০০৯ সালে লাইসেন্সের জন্য আবেদন করলেও তখন সরকার অনুমোদন দেয়নি। আর গ্রামীণ বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিলেন ২০১২-১৪ সালের মধ্যে, কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমতি দেয়নি। গত ছয় মাস অডিট করার পর এখন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize