ভারতে নিষিদ্ধ হলো পিনাকী, ইলিয়াস, কনক ও জুলকারনাইনের ইউটিউব

Pinaki, ilyas, kanak and zulqarnain's youtube banned in india

ভারত পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, ড. কনক সরওয়ার ও জুলকারনাইন সায়েরের ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে। এর ফলে এখন থেকে ভারতে এসব চ্যানেলে প্রবেশ করা যাবে না।

পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক পেজে জানান, ভারত তার শত্রুদের চিনেছে। তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশে কারা তাদের শত্রু।

জুলকারনাইন সায়ের জানান, তেমন কিছু পোস্ট না করা সত্ত্বেও তার চ্যানেলও ব্লক করা হয়েছে।

এর আগে ভারত সরকারের অনুরোধে ইউটিউব প্ল্যাটফর্মে বাংলাদেশের চারটি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়। চ্যানেলগুলো হলো যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভি।

বিবিসি জানায়, এই চারটি চ্যানেল ভারতের ইউটিউবে দেখা যাচ্ছে না। সেখানে সরকারি নির্দেশে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণে কনটেন্টটি ভারতে পাওয়া যাচ্ছে না বলে বার্তা আসছে।

ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী ইউটিউবকে কোনো তথ্য জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি মনে হলে তা ব্লক করার ক্ষমতা দেওয়া হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স জানায়, তাদের আট হাজার অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize