ফের ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি

Firing again between indian and pakistani troops

কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। গত রবিবার রাতের এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি দাবি করেছে, এ নিয়ে টানা ১১ রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে।

ভারতীয় গণমাধ্যমে বরাবরের মতো গোলাগুলির জন্য পাকিস্তানকে দায়ী করা হলেও, পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদমাধ্যমে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এনডিটিভি দাবি করেছে, পেহেলগাম হামলার পর থেকে পাকিস্তানি সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর একতরফা গুলিবর্ষণ করছে। সবশেষ ৪ ও ৫ মের মধ্যবর্তী রাতে কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবনি ও আখনুর সেক্টরে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। ভারতীয় সেনাবাহিনী এর ‘পাল্টা জবাব’ দিয়েছে।

মূলত পেহেলগাম হামলার পরদিন থেকেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে নানা অভিযোগ আনতে শুরু করে। প্রতি রাতে হামলার অভিযোগও তার মধ্যে অন্যতম।এই পরিস্থিতিতে পাকিস্তান গত শনিবার ‘আবদালি’ নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে। পাকিস্তান জানায়, ৪৫০ কিমি পাল্লার এই ক্ষেপণাস্ত্র ‘সিন্ধু মহড়া’র অংশ হিসেবে পরীক্ষা করা হয়েছে।অন্যদিকে, ভারতও মানববহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা নিয়েছে এবং এ লক্ষ্যে দরপত্র আহ্বান করেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize