দু’দিনের সফরে ঢাকা আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী

Italian home minister to arrive in dhaka on two day visit

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি দুই দিনের সফরে ঢাকা আসছেন। তিনি অবৈধ অভিবাসন ও নিরাপত্তা বিষয়ক বিষয় নিয়ে আলোচনা করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ নিয়ে আলোচনা হবে। এছাড়াও, নিরাপত্তা খাতে সহযোগিতা, পুলিশ ও বিজিবিকে প্রশিক্ষণ এবং দুই দেশের মধ্যে পারস্পরিক উন্নয়নমূলক বিষয় নিয়েও আলোচনা হতে পারে।

ঢাকা সফরে এসে (সোমবার) বিকেলে বাংলাদেশ ও ইতালির স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মাত্তেও পিয়ান্তেদোসি। সন্ধ্যায় ঢাকায় ইতালি দূতাবাস তাঁর সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেছে।

আগামীকাল মঙ্গলবার সকালে প্রবাসীকল্যাণ ভবনে উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। মাত্তেও পিয়ান্তেদোসির সম্মানে পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একটি মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন। মঙ্গলবার বিকেলে তিনি ঢাকা ত্যাগ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, অনেক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যান। ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অনেক বাংলাদেশি মারাও যান। তাই বাংলাদেশ থেকে বৈধ পথে ইতালি যাওয়ার জন্য দেশটির পক্ষ থেকে তাগিদ দেওয়া হচ্ছে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে নিয়মিত ও বৈধ অভিবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে।

এছাড়াও, অনেক বাংলাদেশি কর্মী ইতালিতে যাওয়ার জন্য ভিসার আবেদন করে দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন, কিন্তু ভিসা পাচ্ছেন না। ইতালি জানিয়েছে, অনেক বাংলাদেশি ইতালি যাওয়ার জন্য ভিসার আবেদনে ভুয়া কাগজপত্র জমা দিয়েছেন। এজন্য ভালোভাবে যাচাই-বাছাই করার জন্য ভিসা দিতে দেরি হচ্ছে। তবে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে ভিসা ইস্যু নিয়ে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে।

গত বছর ইতালির মন্ত্রিপরিষদ ‘নিরাপদ দেশের’ একটি তালিকা তৈরি করে, যেখানে ১৭টি দেশের মধ্যে বাংলাদেশের নামও রয়েছে। ইতালির অভিবাসন আইন ২০০৮-এর ২৮ নম্বর ধারার ২৫ অনুচ্ছেদ অনুযায়ী এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গেজেটে থাকা এসব ‘নিরাপদ দেশের’ নাগরিকদের মধ্যে যারা অবৈধভাবে প্রবেশ করবে, তাদের থাকার অনুমতি না দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post