দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ ঘোষণা

Deepta tv's news program announced to be closed

বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি তাদের সংবাদ সম্প্রচার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) চ্যানেলটির স্ক্রলে সম্প্রচারের সময় এই ঘোষণা দেওয়া হয়। চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, অনিবার্য কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত সংবাদ সম্প্রচার স্থগিত থাকবে।

সূত্র জানায়, সম্প্রতি ‘জুলাই অভ্যুত্থান’ ও তাতে নিহত শহীদদের নিয়ে এক বিতর্কিত প্রশ্নের প্রেক্ষিতে সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকীর সঙ্গে নেওয়া একটি সাক্ষাৎকারে উত্তাপ সৃষ্টি হয়। সেই ঘটনার জের ধরেই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে চ্যানেলটি বিস্তারিত কিছু জানায়নি।

জানা গেছে, বিতর্কিত প্রশ্নটি ঘিরে অভ্যন্তরীণ আলোচনা ও তদন্ত শুরু করে দীপ্ত টিভি কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে এক সাংবাদিককে চাকরিচ্যুত করার ঘটনাও ঘটে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনো দেওয়া হয়নি।

দীপ্ত টিভির ঘনিষ্ঠ সূত্র বলছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এবং প্রাসঙ্গিক ব্যবস্থা গ্রহণের পর দ্রুতই সংবাদ সম্প্রচার পুনরায় চালু হতে পারে। দর্শকদের মধ্যে চ্যানেলটির সংবাদ কার্যক্রম নিয়ে আগ্রহ থাকলেও কর্তৃপক্ষ এখনো ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে কোনো সময়সীমা নির্ধারণ করেনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize