পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর প্ররোচনামূলক ও ধর্মীয়ভাবে সংবেদনশীল কনটেন্ট প্রচারের অভিযোগে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারত সরকার। সোমবার (২৮ এপ্রিল) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, এই চ্যানেলগুলোর সম্মিলিত সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৬৩ মিলিয়ন।
সরকারি সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নিষিদ্ধ হওয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে পাকিস্তানের বিখ্যাত সংবাদ সংস্থা ডন, সামা টিভি, জিও নিউজ, আরই ওয়াই নিউজ, বল নিউজ, রাফতার এবং সুনো নিউজ। পাশাপাশি নিষিদ্ধ হয়েছে সাংবাদিক ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা ও মুনিব ফরুকের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলও।
ভারতীয় কর্তৃপক্ষের দাবি, এসব ইউটিউব চ্যানেল ভারত সরকার, সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে এবং জনমনে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেছে। উল্লেখ্য, পহেলগাঁও হামলায় ২৫ জন পর্যটক এবং এক কাশ্মীরি নাগরিক নিহত হন, যার পরই দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
আরও পড়ুন
এদিকে, কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে বিবিসির একটি প্রতিবেদন নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে ভারত সরকার। এক প্রতিবেদনের শিরোনামকে ঘিরে সরকার পক্ষ থেকে বিবিসিকে সতর্ক করা হয়েছে, কারণ সেটি ভারতের ভাবমূর্তিতে আঘাত করেছে বলে অভিযোগ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপার্টমেন্ট জানিয়েছে, ভবিষ্যতে বিবিসির রিপোর্টিং বিশেষ নজরদারিতে রাখা হবে।