শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি!

Modi says he cannot keep sheikh hasina 'silent'!

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা বলেছেন। রোববার আল জাজিরায় প্রচারিত এ সাক্ষাৎকারে তিনি জুলাই বিপ্লব, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং আগের সরকারের দুর্নীতির প্রসঙ্গ তুলেছেন।

সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক নিয়েভ বার্কার ড. ইউনূসের কাছে শেখ হাসিনার নানা বক্তব্য ও বিবৃতি সম্পর্কে জানতে চান। উত্তরে ড. ইউনূস জানান, তিনি ব্যাংককে বিমসটেক সম্মেলনের সময় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন এবং শেখ হাসিনাকে চুপ রাখতে অনুরোধ করেছিলেন। তবে মোদি জানান, ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমের স্বাধীনতার কারণে তিনি এ বিষয়ে কিছু করতে পারবেন না।

ড. ইউনূস আরও বলেন, মোদিকে তিনি স্পষ্ট করে জানান, শেখ হাসিনা যদি ভারতে থাকেন, তবে তার বক্তব্য দেওয়া উচিত হবে না, কারণ তার কথাবার্তা বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার মন্তব্যের ফলে বাংলাদেশের জনগণ উত্তেজিত হয়ে পড়ে, যার ফলে অন্তর্বর্তী সরকারকে নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়।

প্রসঙ্গত, আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনা এখনো নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে দাবি করছেন এবং ভারত থেকে বিবৃতি দিয়ে চলেছেন। তবে অন্তর্বর্তী সরকার তার এই অবস্থানকে উদ্বেগের চোখে দেখছে। ড. ইউনূসের মতে, পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক মহলের সহযোগিতাও প্রয়োজন হতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post