সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা

Bangladeshi is murdered in border

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি যুবকের প্রাণহানি ঘটেছে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোররাতে, মহেশপুর সীমান্তের ওপারে ভারতের ভূখণ্ডে, মধুপুর গ্রামের সন্নিকটে।

নিহত যুবকের পরিচয় শনাক্ত করা গেছে। তার নাম মো. ওবায়দুল, বয়স ২৩ বছর। তিনি স্থানীয় গোপালপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওবায়দুল এবং মিকাইলসহ সাত-আটজনের একটি দল শনিবার মধ্যরাতে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা তাদের ঘিরে ফেললে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন। তবে ওবায়দুল ও মিকাইল সম্ভবত ধরা পড়ে যান। এর কিছু সময় পরই স্থানীয়রা গুলির শব্দ শুনতে পান এবং পরবর্তীতে সীমান্তের ভারতীয় অংশে ওবায়দুলকে মৃত অবস্থায় দেখতে পান। এদিকে, মিকাইল রবিবার দুপুর নাগাদ নিজ বাড়িতে ফিরে এসেছেন।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম জানিয়েছেন, রবিবার সকাল পৌনে নয়টার দিকে বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার টেলিফোনের মাধ্যমে একজন ব্যক্তির মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তবে, উদ্ধারকৃত ব্যক্তি বাংলাদেশি নাগরিক কিনা, সে বিষয়ে তারা নিশ্চিতভাবে কিছু জানাননি। বর্তমানে মরদেহটি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানায় রাখা হয়েছে। এ বিষয়ে কারো কোনো মন্তব্য বা তথ্যের প্রয়োজন হলে বিএসএফ অথবা বাগদা থানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize