কাশ্মীরে হামলায় প্রধান উপদেষ্টার তীব্র নিন্দা

কাশ্মীরে হামলায় প্রধান উপদেষ্টার তীব্র নিন্দা

জম্মু ও কাশ্মীরের পাহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর শোক ও নিন্দা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  বুধবার (২৪ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘এক্স’-এ পাঠানো এক বার্তায় তিনি এ নিন্দা জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক মাধ্যমে এই তথ্যটি প্রকাশ করেন। বার্তায় ড. ইউনূস এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৩ এপ্রিল) পাহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়, যাতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট। একজন প্রত্যক্ষদর্শী জানান, অজ্ঞাত বন্দুকধারীরা খুব কাছ থেকে পর্যটকদের ওপর গুলি চালায়, ফলে অনেকে আহত হন। বৈসরন পাহেলগাম পাহাড়ি স্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে।

এই হামলার ঘটনায় বিশ্বনেতারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য বিশ্বনেতারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে সমবেদনা জানান।

ভারত ও পাকিস্তান উভয় দেশই পুরো কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে। ২০১৯ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেন। এর আগে, ২০২৪ সালের জুনে কাশ্মীরে বেসামরিক নাগরিকদের ওপর হামলায় ৯ জন নিহত ও ৩৩ জন আহত হন। ২০১৯ সালে আত্মঘাতী বোমা হামলায় ৪৬ জন ভারতীয় সেনা নিহত হয়েছিলেন।
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize