ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলা রেলওয়ে স্টেশন থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম নর্থ ইস্ট টুডে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি), রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শনিবার আগরতলা রেলওয়ে স্টেশনে যৌথ অভিযান চালিয়ে ওই তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকার বাসিন্দা কামরুন নেসা (২৩) এবং চট্টগ্রামের মোহাম্মদ ইসমাইল হোসাইন (২২) ও মোহাম্মদ নুর হোসাইন (২৫)।
আরও পড়ুন
ভারতীয় নিরাপত্তা বাহিনীর জিজ্ঞাসাবাদে কামরুন নেসা জানান, তার কলকাতা হয়ে ব্যাঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা ছিল। অন্যদিকে, বাকি দুজন কলকাতা হয়ে চেন্নাই যেতে চেয়েছিলেন।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তারকৃত এই তিনজনের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। আগরতলা পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত চলছে।
আরও দেখুন