ধানক্ষেত থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

সখীপুরে ধানক্ষেতে পড়েছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ধানক্ষেত থেকে আমিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে পূর্ব ঘোনারচালা গ্রামের নিজ বাড়ির পাশেই এ ঘটনা ঘটে। নিহত আমিনা বেগম একই এলাকার প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। তাদের দুই সন্তান রয়েছে।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, বুধবার রাতে খাবার শেষ করে আমিনা বেগম তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার জন্য ঘরের বাইরে যান। কিন্তু দীর্ঘ সময় ধরে ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি ধানক্ষেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও তদন্ত শুরু হয়েছে। দোষীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize