নাসার ভারতীয় নারী কর্মকর্তাকে বরখাস্ত করল আমেরিকা

নাসার ভারতীয় নারী কর্মকর্তাকে বরখাস্ত করল আমেরিকা

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের ডাইভার্সিটি, ইকুইটি এবং ইনক্লুশন (ডিইআই) বিভাগের প্রধান নীলা রাজেন্দ্রকে চাকরিচ্যুত করেছে। ভারতীয় বংশোদ্ভূত এই নারী কর্মকর্তা প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা একটি নির্বাহী আদেশের ফলস্বরূপ কর্মচ্যুত হলেন। ওই আদেশে যুক্তরাষ্ট্রজুড়ে ডিইআই সংক্রান্ত কর্মসূচি বন্ধের পাশাপাশি এই প্রকল্পে নিযুক্ত কর্মীদের বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি আজ (১৫ এপ্রিল) এই খবরটি জানিয়েছে।

সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, ট্রাম্পের আদেশ কার্যকর হওয়ার পর নাসা প্রাথমিকভাবে নীলা রাজেন্দ্রকে बचानेর চেষ্টা করেছিল। কৌশল হিসেবে তার পদবী পরিবর্তন করে “হেড অব অফিস অব টিম এক্সেলেন্স অ্যান্ড এমপ্লয়ি সাকসেস” করা হয়। যদিও তার মূল দায়িত্বে কোনো পরিবর্তন আনা হয়নি, কার্যত একটি নতুন বিভাগ তৈরি করা হয়েছিল শুধুমাত্র তার জন্য। তবে শেষ পর্যন্ত প্রশাসনিক চাপের মুখে এই পদক্ষেপ টেকসই হয়নি।

গত সপ্তাহে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল) কর্মীদের কাছে একটি ই-মেইল মারফত জানায় যে নীলা রাজেন্দ্র আর জেপিএল-এ কর্মরত নন। জেপিএল পরিচালক লরি লেশিনের পাঠানো ওই ই-মেইলে বলা হয়, “তিনি আমাদের প্রতিষ্ঠানে যে স্থায়ী প্রভাব রেখে গেছেন, তার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। তার ভবিষ্যতের জন্য আমরা শুভকামনা জানাই।” ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইল এই ই-মেইলটির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

উল্লেখ্য, গত বছর যখন অর্থসংকটের কারণে নাসা প্রায় ৯০০ ডিইআই সংশ্লিষ্ট কর্মীর চাকরি বাতিল করে, তখন নীলা রাজেন্দ্র সেই অল্প কয়েকজনের মধ্যে ছিলেন যারা তাদের পদ ধরে রেখেছিলেন। এরপর ট্রাম্পের নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে চলতি বছরের মার্চ মাসে নাসা তাদের ডাইভার্সিটি বিভাগ সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। তখনও নাম পরিবর্তনের কারণে রাজেন্দ্র তার পদে বহাল ছিলেন। গত ১০ মার্চ নাসা একটি ইমেইলের মাধ্যমে জানিয়েছিল যে নীলা রাজেন্দ্র নবগঠিত “অফিস অব টিম এক্সেলেন্স অ্যান্ড এমপ্লয়ি সাকসেস”-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এই বিভাগটি ল্যাবের বিভিন্ন “আফিনিটি গ্রুপ”-এর কাজকর্ম তদারক করত, যার মধ্যে “ব্ল্যাক এক্সেলেন্স স্ট্র্যাটেজিক টিম”-এর মতো উদ্যোগও ছিল। নতুন দায়িত্ব পাওয়ার পর নীলা রাজেন্দ্র তার লিঙ্কডইন প্রোফাইলে এই অফিসের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে সম্মিলিত সাহসী পদক্ষেপ নেওয়ার সক্ষমতা উন্মোচন করাই তার প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেছিলেন।

তবে শেষ পর্যন্ত, এপ্রিলের শুরুতে ট্রাম্প প্রশাসনের কঠোর হস্তক্ষেপের পর তাকে বরখাস্ত করা হয়।
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize