দিল্লিতে প্রধানমন্ত্রী মোদী-দুবাই যুবরাজ সাক্ষাৎ

দিল্লিতে প্রধানমন্ত্রী মোদী দুবাই যুবরাজ সাক্ষাৎ

ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। দুবাইয়ের যুবরাজের সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, দুবাইয়ের যুবরাজ-র সঙ্গে দেখা করে তিনি খুশি।

ভারত-সংযুক্ত আরব আমিরশাহীর ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিতে দুবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এই বিশেষ সফর বন্ধত্ব এবং দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে যুবরাই হামদান ও এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তিনি আপ্লুত।

সংযুক্ত আরব আমিরশাহী-ভারত সম্পর্কের শক্তিকে পুনরুজ্জীবিত করেছে, যা বিশ্বাসের ওপর নিমিত।
এদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও বৈঠক করেছেন দুবাইয়ের যুবরাজ। তার আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি।

আরও দেখুন 

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize