অবৈধভাবে ওমানে প্রবেশের চেষ্টাকালে ৩৭ প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। খবরটি নিশ্চিত করে এক বিবৃতিতে পুলিশ জানায়, অবৈধভাবে ওমানে প্রবেশের চেষ্টাকালে মুসান্দাম গভর্নরেট পুলিশ কমান্ডের হাতে অভিযুক্তরা ধরা পড়েছেন। এই প্রবাসীরা কে কোন দেশের তা নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে তারা সকলেই এশিয়ান নাগরিক। এখন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওমানে গেল কয়েক মাস ধরে প্রবাসীদের অবৈধ প্রবেশ রুখতে অভিযান জোরদার করেছে দেশটির প্রশাসন। স্থল এবং সমুদ্র উভয়পথে কড়া নজরদারি রাখছে পুলিশ ও কোস্টগার্ড। গত সপ্তাহেও একই কায়দায় মুসান্দাম থেকে ২৪ প্রবাসীকে আটক করা হয়। একই সময়কালে ওমানে অবৈধভাবে প্রবেশ এবং বসবাসের দায়ে ৮৪ প্রবাসীকে আটকের পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।