যথাযোগ্য মর্যাদায় ওমানে স্বাধীনতা দিবস উদযাপন

Oman 2108240308

যথাযোগ্য মর্যাদা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ওমানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার দূতাবাস প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি কর্মসূচি। এরপর দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে দূতাবাস প্রাঙ্গণের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মিসবাউল আজিম। পরে মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রবাসী সংগঠনের নেতাকর্মীরা শহিদদের প্রতি সম্মান নিবেদন করেন।  দ্বিতীয় পর্বে দূতাবাস ভবনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক। এরপর দূতালয় প্রধান থোইং এ – এর সঞ্চলানায় পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর রওশন আরা পলি, শ্রম কাউন্সিলর মোহাম্মদ রাফিউল ইসলামসহ আরও অনেকেই বক্তব্য রাখেন। 

রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল সুবিধা অসুবিধা দেখার জন্য দূতাবাসের দরজা সর্বক্ষণ খোলা আছে। একপর্যায়ে তিনি ওমানের রাষ্ট্রীয় আইন যাতে কোনভাবেই লঙ্ঘিত না হয় সেইদিকে প্রবাসীদের সর্বদা সতর্ক থাকার পরামর্শ দেন।

Photo 2025 03 26 11 53 50
বক্তব্য দিচ্ছেন ওমানে নবনিযুক্ত রাষ্ট্রদূত


অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ ও সাধারণ প্রবাসীরা উপস্থিত ছিলেন।

ভিডিওতে দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize