বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানালেন ওমান সুলতান

2022 10 24 15 17 39 143004

বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। ৫৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনকে পাঠানো এক তারবার্তায় সুলতান এই অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠান। সোমবার ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে এ খবর জানানো হয়। বার্তায় ওমান সুলতান বাংলাদেশের মানুষের সামগ্রিক কল্যাণ কামনা করেছেন।

 

Fm
এক্সে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্ট

 

বুধবার পাকিস্তানি শোষণ-বঞ্চনার শৃঙ্খল ভেঙে লাল-সবুজের পতাকা উড়িয়ে স্বাধীন স্বদেশ বিনির্মাণের ৫৪তম বার্ষিকীতে পৌঁছে বাংলাদেশ। চব্বিশের জুলাই অভ্যুত্থানের পথ ধরে তরুণ প্রজন্ম এখন স্বপ্ন দেখছে ‘বৈষম্যহীন’ নতুন বাংলাদেশ বিনির্মাণের; সেই প্রত্যয় নিয়ে এদিন ওমানেও স্বাধীনতা দিবস উদযাপন করেছেন প্রবাসীরা। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে স্বাধীনতার আনন্দক্ষণ উদযাপনে মাতে জোয়ান থেকে বৃদ্ধ সকলেই।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাণীতে বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize