বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। ৫৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনকে পাঠানো এক তারবার্তায় সুলতান এই অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠান। সোমবার ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে এ খবর জানানো হয়। বার্তায় ওমান সুলতান বাংলাদেশের মানুষের সামগ্রিক কল্যাণ কামনা করেছেন।

আরও পড়ুন
বুধবার পাকিস্তানি শোষণ-বঞ্চনার শৃঙ্খল ভেঙে লাল-সবুজের পতাকা উড়িয়ে স্বাধীন স্বদেশ বিনির্মাণের ৫৪তম বার্ষিকীতে পৌঁছে বাংলাদেশ। চব্বিশের জুলাই অভ্যুত্থানের পথ ধরে তরুণ প্রজন্ম এখন স্বপ্ন দেখছে ‘বৈষম্যহীন’ নতুন বাংলাদেশ বিনির্মাণের; সেই প্রত্যয় নিয়ে এদিন ওমানেও স্বাধীনতা দিবস উদযাপন করেছেন প্রবাসীরা। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে স্বাধীনতার আনন্দক্ষণ উদযাপনে মাতে জোয়ান থেকে বৃদ্ধ সকলেই।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাণীতে বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।