কুয়েতে মসজিদ ও বাজার থেকে ১১ প্রবাসী গ্রেপ্তার

কুয়েতে মসজিদ ও বাজার থেকে ১১ প্রবাসী গ্রেপ্তার

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযানে মসজিদ ও বাজারের সামনে ভিক্ষার অজুহাতে ১১ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে কেউ কেউ ভ্রমণ বা পারিবারিক ভিসা নিয়ে দেশটিতে প্রবেশ করেছেন, আবার কেউ কেউ অবৈধভাবে শ্রমিক হিসেবে কাজ করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, ভিসার শর্তাবলী লঙ্ঘনকারীদের ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হবে। এছাড়াও, যেসব কোম্পানি অবৈধ কর্মীদের নিয়োগে সহায়তা করেছে, তাদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কুয়েতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ এই অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। রমজান মাসে ভিক্ষাবৃত্তি রোধে জনসাধারণকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

এই ঘটনায় প্রবাসী কর্মীদের আইন মেনে চলার পাশাপাশি নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোরও দায়িত্বশীল আচরণের প্রতি জোর দেওয়া হয়েছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize