আমিরাতের ভিসা নিয়ে সুখবর দিলেন প্রেস সচিব

ভিসার নিয়ম শিথিল করল আমিরাত, সুযোগ পাবেন যারা

আমিরাতের ভিসা চালু করতে না পারাকে বিগত সরকারের বড় কূটনৈতিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আমিরাতের সঙ্গে সম্পর্ক তলানিতে চলে গিয়েছিল, এ সম্পর্ক ভালো করতে কমপ্রিহেনসিভ আলোচনা শুরু করেছে সরকার।

আমিরাতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশি নাগরিকদের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা খুব শিগগিরই উঠে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রেস সচিব।

মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কথা বলছিলেন প্রেস সচিব। শফিকুল আলম বলেন, আমিরাতের সঙ্গে ভিসা সংক্রান্ত জটিলতা বহু বছরের পুরনো সমস্যা।

প্রধান উপদেষ্টার সঙ্গে যখন আমিরাতের মন্ত্রীদের বৈঠক হয়, তখন তিনি বারবার বিষয়টি উঠিয়েছেন এবং গুরুত্ব দিয়ে আলাপ করেছেন। যা সামনেও অব্যাহত থাকবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize