ওমানকে কর্মী নেওয়ার অনুরোধ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

ওমান বাংলাদেশ ভিসার জট খুলতে মাস্কাটে শীর্ষ বৈঠক

ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভিসা সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর আল বুসাইদির সঙ্গে মাস্কাটে সাক্ষাৎ করেন তিনি। এ সময় ভিসা প্রসঙ্গ ছাড়াও দুই দেশের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশই কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন করতে সম্মত হয়েছে।

অষ্টম ভারত মহাসাগর সম্মেলনের সাইডলাইনে এই বৈঠক হয়। পররাষ্ট্র উপদেষ্টা বিপুল সংখ্যক বাংলাদেশিদের থাকা ও কাজের সুযোগ দেওয়ায় ওমান সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি ডাক্তার, প্রকৌশলী, আইটি পেশাদার এবং নার্সের মতো বাংলাদেশি পেশাদারদের নিয়োগের জন্য ওমান সরকারের বিবেচনার জন্য অনুরোধ করেন।

এ ছাড়া বাংলাদেশ থেকে জাহাজ নির্মাণ প্রযুক্তিবিদ নিয়োগসহ জ্বালানি খাতে ওমান সরকারের সহযোগিতা কামনা করেন।

ওমান ছাড়াও তৌহিদ হোসেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান আল মুরাইখির সাথেও বৈঠক করেছেন। তিনি কাতারে প্রচুর সংখ্যক বাংলাদেশি প্রবাসীদের কাজের সুযোগ করে দেওয়ার জন্য সে দেশের সরকারকে ধন্যবাদ জানান। আরো বেশি দক্ষ জনশক্তি নিতে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্র উপদেষ্টা। এ ছাড়া কাতারকে বাংলাদেশে বিনিয়োগ করতেও আহ্বান জানান তিনি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize