কুয়েত সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, বাল্যবিবাহ নিষিদ্ধ করে ছেলে ও মেয়ে উভয়ের জন্য বিবাহের সর্বনিম্ন বয়স ১৮ বছর নির্ধারণ করেছে।
শিশুদের অধিকার রক্ষা এবং পারিবারিক স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির বিচারমন্ত্রী নাসের আল সুমাইত।
কুয়েতে আগে মেয়েদের বিবাহের সর্বনিম্ন বয়স ছিল ১৫ এবং ছেলেদের ছিল ১৭। নতুন আইন অনুযায়ী এখন থেকে ছেলে ও মেয়ে উভয়কেই ১৮ বছর বয়স হতে হবে বিবাহ করার জন্য।
কুয়েত সরকার শিশু অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন এবং নারীদের বিরুদ্ধে সমস্ত ধরনের বৈষম্য দূরীকরণ সংক্রান্ত কনভেনশনসহ আন্তর্জাতিক অঙ্গনে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে।
আরও পড়ুন
বিচারমন্ত্রী নাসের আল সুমাইত জানান, ২০২৪ সালে কুয়েতে ১ হাজার ১৪৫টি বাল্যবিবাহ হয়েছে। গবেষণায় দেখা গেছে, কুয়েতে প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে বিবাহবিচ্ছেদের হার সবচেয়ে বেশি। এর প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে, বিয়ের আগে স্বামী-স্ত্রীর মানসিক ও সামাজিক পরিপক্কতার অভাব।
কুয়েতের বিচারমন্ত্রী আরও জানান, তরুণ-তরুণীদের সুরক্ষা, বিবাহবিচ্ছেদ হার হ্রাস এবং পারিবারিক স্থিতিশীলতা বৃদ্ধির জন্য সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।
এই নতুন আইন কুয়েতের সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। শিশুদের অধিকার সুরক্ষিত হবে এবং পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে।