রায় শুনেই আদালতের মধ্যে নারী বিচারককে লক্ষ্য করে জুতা ছুড়লেন আসামি। একটুর জন্য সেই জুতা বিচারকের গায়ে লাগেনি। বিচারকের দিকে জুতো ছুড়লে আসামিকে ধরে ফেলেন আদালতে উপস্থিত পুলিশকর্মী এবং আইনজীবীরা। ভারতের হায়দরাবাদের রঙ্গা রেড্ডি জেলা আদালতে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, আসামি জুতা ছুড়লেও বিচারকের গায়ে তা লাগেনি। একটি খুনের চেষ্টার মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। ওই নারী বিচারকের এজলাসেই অপর একটি মামলায় হাজির করানো হয় আসামিকে।
এ বার তার বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল। অভিযোগ, এজলাসে পৌঁছে নারী বিচারককে দেখে মাথা গরম করে ফেলেন আসামি। তিনি নিজের পা থেকে জুতা খুলে ছুড়ে মারেন বিচারকের দিকে।
আসামির আচরণ দেখে তৎপর হয়ে ওঠেন আদালত চত্বরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা।
আরও পড়ুন
আইনজীবীরাও ওই আসামিকে ধরে ফেলেন। তাকে মারধর করা হয়।
রঙ্গা রেড্ডি জেলা আদালতের বার অ্যাসোসিয়েশন এই ঘটনার নিন্দা জানিয়েছে। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ওয়াই কোন্ডাল রেড্ডি বলেন, বিচারকের উপর এই ধরনের হামলার তীব্র বিরোধিতা করছি। আসামির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।