ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনাকে বিবৃতি দিতে নিরুৎসাহিত করতে। তার বক্তব্য বাংলাদেশে নেতিবাচক প্রভাব ফেলছে, যা আমরা মেনে নিতে পারছি না।”
ধানমন্ডি-৩২ ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, “এই ঘটনাকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ বলা যেতে পারে। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে।”
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, গত ছয় মাসে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে থাকলেও বর্তমানে তা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। পাশাপাশি, চীনের সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে চলছে।
আরও পড়ুন
তিনি জানান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আগামী এপ্রিল মাসে বাংলাদেশ সফরে আসতে পারেন। ৫৩ বছরের অমীমাংসিত ইস্যুগুলোর সমাধানে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এছাড়া, ইউএসএইড প্রসঙ্গে তিনি বলেন, “এটি একটি সন্ত্রাসী সংগঠন বলে অভিযোগ উঠেছে (ট্রাম্প প্রশাসনের উপদেষ্টার বরাত দিয়ে)। এ সংস্থার বিকল্প খোঁজার উদ্যোগ নিতে হবে।”
দুবাই ও লিবিয়ায় বাংলাদেশি নাগরিকদের সংকট প্রসঙ্গে তিনি বলেন, “ভুল তথ্য ও জাল কাগজপত্রের কারণে আমাদের নাগরিকদের ভিসা পেতে সমস্যায় পড়তে হচ্ছে। দালালদের প্রতিরোধ করতে হবে দেশ থেকেই, না হলে এই সংকটের সমাধান সম্ভব নয়।”