ধাক্কা দিয়ে বাস চালু করা সচারচর এই দৃশ্য অনেকে দেখেছি। তাই বলে বিমান! এবার সত্যি ধাক্কা দিয়ে রানওয়ে থেকে বিমান সরানোর এমন বিরল ঘটনার সাক্ষি হলো ভারত।
দেশটিতে একটি বিমানকে ধাক্কা দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের একটি বিমানবন্দরে কর্মীদের একটি বিমানকে পিছনের দিকে ঠেলতে দেখা যাচ্ছে।
কারিগরি ত্রুটির কারণে যখন বিমানবন্দরের কর্মীদের হাতে বিমানটি ঠেলে দিতে হয়, তখন বিমানবন্দরের লাউঞ্জে যাত্রীদের হাসির শব্দে অনন্য দৃশ্যটি রেকর্ড করা হয়।
வளர்ச்சி பற்றி பேசிய குஜராத்தி வாய்கள் வெடக்கப்படணும் இதுக்கு.😂😂
আরও পড়ুন
விஸ்வகுரு ன்னு சொன்னவனுங்க செய்த குஜரத் வளர்ச்சி இதான். Ground handling puller tug கூட இல்லாம பணியாளர்களை வச்சு விமானத்தை தள்ளி விடுறாங்க.
ஏண்டா Jai Sriram சொன்னா அதுவா பின்னாடி போகதா.🤣pic.twitter.com/xdp89z6hag
— Qualified MP ⚪️ (@AalenOff) January 16, 2025
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করার সময় তিনি লিখেছেন, যদি বিমানটি চালু না হয়, তাহলে ভারতে এটি এভাবে চালানো যেতে পারে।
অবশ্য এর আগে ২০১৮ সালে এমন আরেকটি ঘটনা ঘটে ইন্দোনেশিয়ার তামবুলাকা বিমানবন্দরে। দেশটির গারুদা এয়ারলাইন্সের একটি বিমান রানওয়েতে নষ্ট হয়ে পড়লে বহু চেষ্টা করেও আর সেটিকে আকাশে ওড়াতে পারেননি পাইলট।
পরে, বিমানটিকে রানওয়ের মাঝখান থেকে সরাতে ধাক্কা দেয় এয়ারলাইন্সটির টেকনিশিয়ান-কর্মচারী থেকে শুরু করে যাত্রীরাও। ৩৫ হাজার কেজির এই বিমান ধাক্কা দেয়ার ভিডিও অনলাইনে প্রকাশিত হবার পর ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়ায়।
গারুদা এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা ইকসান রোসান বলেন, পাইলট ভুল টার্ন নেয়ার কারণে বিমানটি আটকে পরে। এমনকি পিছন যাওয়ার সুযোগও ছিল না বিমানটির। যার কারণে বিমানের যাত্রী-টেকনিশিয়ান-কর্মচারীর যৌথ প্রচেষ্টা সবশেষ রানওয়ে থেকে নির্দিষ্ট জায়গা নিয়ে যাওয়া হয়।