ভিসা নীতি সহজ করলো পাকিস্তান

ভিসা নীতি সহজ করলো পাকিস্তান

অবশেষে আইসিসি ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে জটিলতার অবসান হয়েছে। হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে বৈশ্বিক এই টুর্নামেন্ট হবে। যেখানে ৮টি দল অংশ নেবে।

এদিকে নিজেদের প্রিয় দলকে সমর্থন জানাতে দ্য গ্রিন ম্যানদের মাটিতে ছুটে যাবেন ক্রিকেটপ্রেমীরা। এজন্য নিজেদের ভিসা নীতি সহজ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

বুধবার (২৫ ডিসেম্বর) এক ঘোষণায় দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ সংস্করণে বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের জন্য ভিসা নীতি সহজ করবে পাকিস্তান।

চ্যাম্পিয়ন্স ট্রফির সমাপনী অনুষ্ঠান নিয়ে তারার আরো বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের জন্য ভিসা নীতি সহজ করা হবে।’

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও দুবাইতে অনুষ্ঠিত গড়াবে ৮ দলের এই টুর্নামেন্ট। যা সামনে রেখে টুর্নামেন্টের সূচিও চূড়ান্ত করে ফেলেছে আইসিসি। তবে এ নিয়ে কম বেগ পেতে হয়নি পিসিবিকে। যার প্রশংসাও করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘পিসিবি তার দায়িত্ব সবচেয়ে ভালোভাবে পালন করছে।’

এদিকে ভারতের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে তার মতামত, ‘ক্রীড়াকে রাজনীতির বাইরে রাখা উচিত।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize