শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে যা জানলো ভারত

শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে যা জানলো ভারত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো কূটনৈতিক চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছে ভারত। আজ সোমবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান।

রণধীর জয়সওয়াল বলেন, “আমরা নিশ্চিত করছি যে বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে একটি কূটনৈতিক চিঠি পেয়েছি। এতে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছে। তবে এই মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।”

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে এ অনুরোধ জানায়।

আজ দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, “বিচারের জন্য তাঁকে ফেরত চাওয়া হচ্ছে—এটি পরিষ্কারভাবে ভারতকে জানানো হয়েছে।”

শেখ হাসিনা গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। বর্তমানে তিনি দিল্লিতে সুবিশাল ও সুরক্ষিত একটি বাংলোতে অবস্থান করছেন।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এ বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক কূটনীতির দৃষ্টিকোণ থেকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিষয়টি নিয়ে দুই দেশের সম্পর্কের দিকেও নজর রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize