জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় দুর্নীতি ও হয়রানির অভিযোগের ভিত্তিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানের নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরিচালক আসিফ।
বৃহস্পতিবার দুপুরে দুদকের একটি বিশেষ টিম নির্বাচন ভবনে উপস্থিত হয়। অভিযানের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সহকারী পরিচালক আসিফ জানান, “এনআইডি সেবায় হয়রানি ও ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখতে আমরা এখানে এসেছি। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হচ্ছে।”
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকার তেজগাঁও রেজিস্ট্রেশন ও ভূমি অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি এবং ঘুষ লেনদেনের অভিযোগ অনুসন্ধানে ছদ্মবেশে অভিযান চালিয়েছিল দুদক।
আরও পড়ুন
দুদকের এই তৎপরতা সেবার মানোন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে। এনআইডি সেবায় সুষ্ঠুতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কমিশন এই অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।