মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে তা প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
প্রতি বছর বিজয় দিবসে গণমান্য ব্যক্তিরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন, তবে এবারের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃস্থানীয় সদস্যদের আমন্ত্রণ জানানো হলেও তারা এই আমন্ত্রণ গ্রহণ করেননি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সমন্বয়ক ইব্রাহিম নিরব সোমবার বিকেলে ফেসবুকে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রের ছবি পোস্ট করে বলেন, “ফ্যাসিস্টের দালাল রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ চাই। তার হাতে আমার ভাইদের তাজা রক্ত লেগে আছে। তাই বঙ্গভবনে তার দাওয়াতে যাওয়ার প্রশ্নই আসে না। বিজয় দিবসে চুপ্পুর দাওয়াত প্রত্যাখ্যান করলাম।”
আরও পড়ুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সেল দফতরের প্রধান জাহিদ আহসানের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, “ফ্যাসিবাদী শাসন ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আমন্ত্রণে বিজয় দিবস উদযাপন করা আমাদের আন্দোলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যের পরিপন্থী। তাই, সংগঠনের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এবারের অনুষ্ঠানে আমাদের কোনো সদস্য অংশগ্রহণ করবে না।”
এদিকে, বঙ্গভবনের বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান বিচারপতি, মন্ত্রীপরিষদের উপদেষ্টা, বিদেশি কূটনীতিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের অবস্থান স্পষ্ট করে, এই অনুষ্ঠানে অংশগ্রহণকে ফ্যাসিবাদী শাসনের পক্ষে অবস্থান গ্রহণ হিসেবে দেখছে।